চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামীকাল বুধবার (৮ নভেম্বর, ২০২৩) আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান। এছাড়াও প্রতিনিধি দলে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির কয়েকজন সদস্য থাকছেন। এরা হলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ কান্তি দাস ও সুমন কুন্ডু।
প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে চীনের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও রোহিঙ্গা ইস্যুসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তারা।
এর আগে গত ২২ মে এবং জুলাই মাসে আওয়ামী লীগের প্রতিনিধি দল চীন সফরে গিয়েছিল।