ফের চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
আজ মঙ্গলবার দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা করেন তিনি। এ সময় তার সঙ্গে থাইল্যান্ড গেছেন ছেলে রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও পরিবারের সদস্যরা।
দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেগম রওশন এরশাদকে বিদায় জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো- চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, নাসরিন জাহান রতনা, নাজমা আক্তার, মেজর (অব.) রানা মো. সোহেল, লিয়াকত হোসেন খোকা, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান, শেরিফা কাদের, হেনা খান পন্নি ও ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান। এ সময় জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।