চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৬ হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৬৯ জনই ফেল করেছেন। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৬ দশমিক ৬৪ শতাংশ।
এ ছাড়া পরীক্ষায় পাস করেছেন ১১ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৪৩ দশমিক ৩৬ শতাংশ। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিটের পরীক্ষা। ৩৫ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৬ হাজার ৬০৭ জন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ১৭২ জন। যা শতকরা ২৫ দশমিক ৬৩ শতাংশ।