মঙ্গলবার, ০১:১৪ পূর্বাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৫, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

চবির ‘ডি’ ইউনিটে ৮৩ শতাংশই ফেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১০৯ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাস করেছেন ৪ হাজার ৯২২ জন। আর উত্তীর্ণ হতে পারেননি প্রায় ৮৩ শতাংশ পরীক্ষার্থী।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের এই ফল প্রকাশ করা হয়।

‘ডি’ ইউনিট ভর্তি কমিটির যুগ্ম সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ২৮ হাজার ৬৭৮ শিক্ষার্থীর মধ্যে পাস করছেন ৪ হাজার ৯২২ জন। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে বাকি ২৩ হাজার ৭৫৬ পরীক্ষার্থী ফেল করেছেন। পাসের হার ১৭ দশমিক ১৬ শতাংশ।

এর আগে গত ২২ আগস্ট সকাল ও বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১২টি কেন্দ্রে দুই শিফটে ‘ডি’ ইউনিটের পরীক্ষা হয়। ‘এ’ ইউনিটে ১ হাজার ১৬০ আসনের বিপরীতে ৩৯ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী আবেদন করেন। তবে পরীক্ষায় অংশ নেন ২৮ হাজার ৬৭৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com