বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল এক হাজার ৩৬৬ জনে।
শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে সর্বশেষ গত ৪ জুলাই একজনের মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় ২০১টি নমুনা পরীক্ষা করে ৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৩৯ শতাংশ।
চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে ছয়টি ল্যাবে ২০১টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৮ জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে রাউজানে দুই জন ও হাটহাজারীর একজন রয়েছে।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ২৭ হাজার ৯৮৮ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ হাজার ২৬৯ জন ও উপজেলায় ৩৪ হাজার ৭১৯ জন।