নতুন পাঠ্য বই হাতে নিয়ে স্কুলের মাঠে আনন্দে নাচছিল সেঁজুতি’নূর সরদার জাইমা। রঙিন ফিতা দিয়ে বাঁধা বই দেখিয়ে প্লেগ্রুপের এই শিশু শিক্ষার্থী জানাল, নতুন বই পেয়ে তার খুব ভালো লাগছে, সেই সঙ্গে বই বিতরণের এই উৎসবও তার পছন্দ হয়েছে। প্রাঙ্গণে ‘বই উৎসবে’ অংশ নিতে। তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন ক্লাসের নতুন পাঠ্য বই। গৌরনদী সেন্ট যোসেফ’স স্কুলের কোমলমতি শিশু ছাত্র-ছাত্রী হাতে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আসে তাদের অভিভাবকদের হাত ধরে। অনুষ্ঠানে বই বিতরণ ছাড়া গান, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উৎসবের মাত্রাকে করে রঙিন। শিশুরা নতুন বই পেয়ে হাত উঁচিয়ে আনন্দ প্রকাশ করে। বই আনন্দের উৎসবে মুখোরিত সাথে আছেন মধ্যে স্থানে দাঁড়িয়ে আমার ছোট ভাই লায়ন এস এম জুলফিকারের কন্যা সেঁজুতি’নূর সরদার জাইমা ( আমাদের রাজকন্যা ) সহ সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা ও প্রিয় সম্মানিত অভিভাবক শুভ নববর্ষ ২০২৪।
Lion Didar Shardar
Lions Clubs International / Foundation
Director/LCIF Coordinator
Lions Club of Dhaka Shamoli, District 315 B1 Bangladesh
International Media Journalists With
Publishing Editor
Literary Culture Organizer – Director
Human Rights Activist Organizer