মো. কাওছার হোসেনকে সভাপতি ও মো. নাসির উদ্দিন মিয়াকে সাধারণ সম্পাদক করে বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা দলিল লেখক সমিতির ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে ।
সমিতির প্রবীণ সদস্য মো. নাসির উদ্দিন মিয়ার সভাপতিত্বে ওইদিন দুপুর আড়াইটার দিকে সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে সমিতির ২০২৫ সাল থেকে ২৮ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী সমিতির একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি- সত্য রঞ্জন বিশ্বাস, সহ-সভাপতি মোঃ সহিদুল ইসলাম,
সহ-সাধারণ সম্পাদক- মোঃ জামাল খান, সাংগঠনিক সম্পাদক- কাজী বিপ্লব হোসেন, কোষাধ্যক্ষ- মো. কেরামত আলী, দপ্তর সম্পাদক- মো. ইমন ইসলাম, প্রচার সম্পাদক- সজল চন্দ্র দাস, নির্বাহী সদস্য- আবুল কালাম আজাদ, দীপক চন্দ্র রুদ্র।