গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। বরিশালের গৌরনদী উপজেলার গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার (১৯৯৬-২০২৩) ব্যাচের শিক্ষার্থীদের পূর্ণমিলনী, মেধা বৃত্তি ও মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময়ে বিশেষ অবদান রাখার শিক্ষক এবং দাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গাউছিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের আয়োজনে সোমবার মাদ্রাসা মাঠে আলোচনা সভা প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আনোয়ার সিকদার। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ এস এম আব্দুর রব, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বাবুল হাওলাদার, আহলে সুন্নাত আল জামাতের বরিশালে বিভাগীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুন সিকদার, সিকদার আব্দুল লতিফ মামুন। বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র মাহমুদ সিকদার, হৃদয় আমিন, মুক্তাসিন প্রমুখ। শেষে ৩৪ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময় বিশেষ অবদান রাখায় ৫ জন শিক্ষক ও দাতাদের মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।