৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের বরিশাল জেলাধীন গৌরনদী ও আগৈলঝাড়া নির্বাচন উপলক্ষে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত অডিটোরিয়াম, গৌরনদী, বরিশাল এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। গৌরনদী, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত অডিটোরিয়ামে সকাল ১০.০০ ঘটিকায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
মোঃ আবু আব্দুল্লাহ খান (উপজেলা নির্বাহী অফিসার),ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সী । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ -অধিনায়ক, র্যাব ৮, বরিশাল। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি) রেজওয়ান আহমেদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মেহেদী হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সরদার, পিপিএম-সেবা; শারমিন সুলতানা রাখীঁ, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল), বরিশাল; মো: মাজহারুল ইসলাম, সহকারি পুলিশ সুপার, (উজিরপুর সার্কেল), বরিশাল; এস, এম, বাইজীদ ইবনে আকবর, সহকারি পুলিশ সুপার (মুলাদী সার্কেল), বরিশাল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা এর সদস্যবৃন্দ এবং আনসারের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি) রেজওয়ান আহমেদ, পিপিএম। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম মহোদয় নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠ ভাবে সম্পাদন করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। সভাপতি মহোদয় নিরপেক্ষতা বজায় রেখে ও পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন।