বৃহস্পতিবার, ০৩:২০ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারনায় তিন চেয়ারম্যান প্রার্থী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৮ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সোমবার সকালে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে । প্রতীক পেয়েই নির্বাচনী মাঠে সরব প্রচারনায় নেমেছেন এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী তিন চেয়ারম্যান প্রার্থী। জানাগেছে, এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন। পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীসহ মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।

৪ চেয়ারম্যান প্রার্থী ও ৬ ভাইস চেয়ারম্যান প্রার্থীর সকলেইে আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। এদের মধ্যে মনোনয়নপত্র বাছাই পর্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান এর মনোনয়ন পত্রটি নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করে।
ফলে মাঠে থেকে যান তিন চেয়ারম্যান প্রার্থী এরা হলেন, সদ্য বিদায়ী চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী,
গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, গৌরনদী পৌর আওয়াামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া।
এদের মধ্যে সৈয়দা মনিরুন নাহার মেরী পেয়েছেন (আনারস প্রতীক), মোঃ হারিছুর রহমান পেয়েছেন (মোটরসাইকেল প্রতীক), মোঃ মনির হোসেন মিয়া পেয়েছেন (কাপ-পিরিচ প্রতীক)
অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬ প্রার্থীর মধ্যে গৌরনদী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান রনি রোববার তার মনোনয়ন পত্রটি প্রত্যাহার করে নেন।
ফলে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন মোট ২জন। আর নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতায় রয়েছেন মোট ৩জন।
এরা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী,
উপজেলা উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ জামাল হোসেন গোমস্তা। সাবেক নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার,
গৌরনদী পৌরসভার সাবেক নারী কাউন্সিলর আইরিন আক্তার শিল্পী, বার্থী ইউপির সাবেক নারী সদস্য (মেম্বর) শিপ্রা রানী বিশ্বাস।
মোঃ ফরহাদ হোসেন মুন্সী পেয়েছেন (টিউবওয়েল প্রতীক), মোঃ জামাল হোসেন গোমস্তা পেয়েছেন (মাইক প্রতীক), অ্যাডভোকেট সাহিদা আক্তার পেয়েছেন (হাস প্রতীক), আইরিন আক্তার শিল্পী পেয়েছেন (কলস প্রতীক), শিপ্রা রানী বিশ্বাস পেয়েছেন (ফুটবল প্রতীক)।
অন্য কোন দল বা জোটের সমর্থক বা নেতা-কর্মী এ নির্বাচনে এখানে প্রার্থী হয়নি বলে নির্বাচন কমিশনসহ বিভিন্ন দল ও জোটের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতীক পেয়ে সোমবার দুপুর ২টার পর থেকেই নির্বাচনী প্রচার- প্রচারনায় সরব হয়ে উঠেছেন তিন চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকেরা। উপজেলা জুড়ে মাইকিং ও হ্যান্ডবিল-লিফলেট বিতরণের পাশাপাশি এলাকায় গনসংযোগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা সরব প্রচার-প্রচারনা শুরু করে দিয়েছেন। গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, সোমবার বিকেল চারটা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৯ মে এ উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com