গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মাদক কারবারিদের অপ-তৎপরতায় অতিষ্ঠ হয়ে বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রাম বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে সোমবার বিকেলে বাজার এলাকায় মাদক-সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
বিল্বগ্রাম বাজার ম্যানেজমেন্ট কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে সোমবার বাদ আছর বিল্বগ্রাম বাজার চত্বরে ওই সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো বাজার এলাকা প্রদক্ষিন করে।
বিল্বগ্রাম বাজার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোনাসেফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো, মনির হোসেন মাষ্টার, প্রাথমিক শিক্ষক এস,এম জাকির হোসেন, ইউপি সদস্য মোঃ মিজান সরদার, ব্যবসায়ী মামুন মৃধা, শাহীন মৃধা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক কারবারিদের অপ-তৎপরতায় অতিষ্ট হয়ে এলাকার কয়েকজন সাহসী যুবক মিলে সম্প্রতি সোহেল হাওলাদার নামের এক মাদক কারবারিকে আটকের পর উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই মাদক কারবারির সহযোগীরা এখন প্রতিবাদি যুবকদের নামে অপ-প্রচার চালাচ্ছে। একই সাথে তারা ওই মাদক কারবারিকে উত্তম-মাধ্যমের বিষয়টি আড়াল করে রেখে মাদক কারবারি সোহেলকে এলাকার সাধারন যুবক সাজিয়ে তার উপর হামলার অভিযোগ এনে প্রতিবাদি যুবকদের নামে হয়রানী মুলক মিথ্যা মামলা দায়েরের পায়তারা করছে।
এ ঘটনায় ফুসে উঠেছে বাজারের সাধারন ব্যবসায়ী ও এলাকাবাসী। তারা এলাকার মাদক কারবারি ও তাদের সহযোগী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে ওই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন।