গৌরনদী (বরিশাল)প্রতিনিধি :- সড়ক ও খালের মাটি কেটে নিচ্ছে চেয়ারম্যান। এতে করে যে কোন সময় খালের মধ্যে ধসে পরতে পারে সড়ক। সাধারন মানুষের হাটা চলাসহ যানবাহন চলাচল বন্ধ হতে পারে এই সকড় দিয়ে। সরেজমিনে গিয়ে দেখা যায় খালের মধ্যে থেকে ভেকু (স্কেভেটর) মেশিন দিয়ে মাটি টাকার এ যেন এক মহা উৎসব চলছে। দেখে মনে হচ্ছে দেখার যেন কেউ নেই।
বলছি বরিশালা জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কথা। মঙ্গলবার ২০ই ফেব্রুয়ারি পূর্ববাকাই বৌসের খালের মাটি কেটে নিচ্ছেন খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আলম সেরনিয়াবাদ। খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ববাকাই বৌসের খালের মাটি কাটার বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান যে, ইউনিয়ন পরেষদের পিছনে কিছু ডোবা আছে তা ভরাট করার জন্য মাটি কাটা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী ভেকু (স্কেভেটর) মেশিন দিয়ে খাল থেকে মাটি কেটে প্রথমে আঞ্চলিক সড়কের উপরে মাটি রাখছেন এতে সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছেনা এমনটাই জানালেন অটো গাড়ির ড্রাইভার আমিনুল গাজী। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দর জানান যে একটু বৃষ্টি হলেই এই সড়ক খালের ভিতর ধসে পরবে। তখন আমাদের চলা-চল করতে অনেক কষ্ট হবে।
এখন শুকনো মৌসুম তাই খালে পানি না থাকায় চেয়ারম্যান জোর করে ভেকু মেশিন দিয়ে খালের ভিতর মাটি কাটার জন্য রাস্তার পাশের ৩/৪ টি রেনট্রি গাছও কেটে ফেলছে। এতে এই সড়কের প্রায় দেড় কিলোমিটার সড়ক যে কোন সময় বৃষ্টি হলে খালের মধ্যে সড়ক ধসে পরার আশঙ্কা রয়েছে।
এ জাতীয় আরো খবর..