বরিশালের গৌরনদী উপজেলার মৈস্তারকান্দী গ্রামে শনিবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের ২৪ প্রহর ব্যাপি ৬ষ্ঠ শ্রী শ্রী তারক ব্রম্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও মঙ্গল কামনায় ওই মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয় বলে অনুষ্ঠানের উদ্যোক্তাগন জানিয়েছেন। মৈস্তারকান্দী সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও রাধীকা জীবন গোস্বামী সেবাশ্রম এর মহানাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ওই ধর্মীয় উৎসব অনুষ্ঠানে অমৃত নমসূধা পরিবেশন করেন সাতক্ষীরার শ্রীশ্রী গৌরাঙ্গ সম্প্রদায়, যশোরের শ্রী শ্রী রাম মন্দির সম্প্রদায়, শ্রী শ্রী জয় কৃষ্ণ সম্প্রদায়, মাগুরার শ্রী শ্রী মা দূর্গা সম্প্রদায়, ঝিনাইদহের শ্রী শ্রী কৃষ্ণ গোপাল সম্্রদায়, বাগেরহাটের শ্রী শ্রী পার্বতী সম্প্রদায়। উপজেলার বার্থী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবুল হাওলাদারের নেতৃত্বে স্থানীয় বিএনপির একটি স্বেচ্ছাসেবক গ্রুপ অনুষ্ঠান স্থলের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। ফলে ধর্মীয় ভাবগাম্ভির্যতা রক্ষাসহ বেশ উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব অনুষ্ঠানটি সম্পন্ন হয়।