সেনা ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে সোমবার রাতে বরিশালের গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃতরা হল, উপজেলার গোরক্ষডোবা গ্রামের সিরাজ মাঝির ছেলে শাহিন মাঝি এবং একই গ্রামের সুবল মন্ডলের ছেলে সুভাষ মন্ডল। ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গোপন সুত্রে খবর পেয়ে সেনা ও পুলিশ সদস্যদের যৌথ একটি টীম সোমবার দিবাগত গভীর রাতে শাহিন মাঝির বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক সম্রাট শাহিন মাঝির কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা এবং সুভাষ মন্ডলের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।