বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার ভূরঘাটা এলাকায় বৃহস্পতিবার সকালে সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলটির চালক নিহত ও এক আরোহী গুরুতর আহত হয়েছে। মুমুর্ষ অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানাগেছে, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের ঢাকা মেট্রো ব ১১-৩৩৮৪ নম্বরের একটি যাত্রীবাহী বাস বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ওই মহাসড়কের ভূরঘাটা বাসষ্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন চেকপোষ্টের কাছে পৌছলে বরিশাল থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো ল-৬৪-২১১০ নম্বরের একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির মালিক ও চালক রিফাত হোসেন চৌধুরী (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। মোটর সাইকেলটির অপর আরোহী আমান উল্লাহ (৩১) এ দুঘটনায় গুরুতর আহত হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান জানান, নিহত রিফাত চৌধুরীর বাড়ি বরিশালের হিজলা উপজেলার খুন্না গোবিন্দ পুর গ্রামে। সে ওই গ্রামের বাবলু চৌধুরীর ছেলে। আহত আমান উল্লাহ’র বাড়ি একই উপজেলার বড় জালিয়া গ্রামে। তার পিতার নাম মো. আফতাব বেপারী। এ ঘটনায় থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রকৃয়াধীন।