বরিশালের গৌরনদীতে গাছ ফেলে মহাসড়কে অররোধ সৃষ্টি করে একটি কাভার্ড ভ্যান পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী বাটাজোর গ্রামের ফকির বাড়ির কাছে ক্রসফায়ার মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে। এতে কাভার্ড ভ্যানটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
কাভার্ড ভ্যান চালক সিরাজুল ইসলাম কাজল বলেন, বরিশাল নগরী থেকে বিস্কুট বোঝাই করে কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১৩-৩২৪৫) বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে সিলেটের মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে বাভার্ড ভ্যানটি রাত ১১টার দিকে গৌরনদী উপজেলার সীমান্তবর্তী বাটাজোর গ্রামের ফকির বাড়ির কাছে ক্রসফায়ার মোড় নামকস্থানে পৌছলে ৬/৭ দুর্বৃত্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর দাড়িয়ে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে।
এ সময় কাভার্ড ভ্যান থেকে আমাকে (কাজল) ও হেলপারকে নামতে বলে দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে আগুনে বিস্কুট বোঝাই কাভার্ড ভ্যানটি পুড়ে যায়।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক গৌরনদীর ইউএনও আবু আবদুল্লাহ্ খান ও আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।