বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাধ্যমে বরিশালের গৌরনদীতে বাস্তবায়নাধীন “আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (অক্টোবর ২০২৩-সেপ্টেম্বর ২০২৬) প্রকল্পের অবহিত করণ কর্মশালা মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাকের বরিশাল জেলা সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদারের সভাপতিত্বে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মো. জাকির হোসেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্র্যাকের এ্যাসোসিয়েট অফিসার বিধান বাড়ৈ। এতে জানানো হয়, আমাদের দেশের ৭৯ লক্ষ এসএমই উদ্যোক্তা দেশের সামগ্রিক অর্থনীতিতে ২৫ শতাংশ অবদান রাখছেন। কিন্তু সমস্যায় জর্জরিত এবং প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে বাংলাদেশের তরুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলো টিকিয়ে রাখতে কারিগরি সহয়তা ও আর্থিক প্রনোদনা অত্যান্ত গুরুত্বপূর্ন। ফলে দেশের ১৬টি জেলার ২৪টি উপজেলায় কাতার ভিত্তিক দাতাসংস্থা সিলাটেক ব্র্যাকের মাধ্যমে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচী ওই অবহিতকরণ কর্মশালাটির আয়োজন করে। কর্মশালার মাধ্যমে অংশগ্রহনকারীদের সকলকে প্রকল্পের প্রশিক্ষন, উদ্যোক্তা সৃষ্টির সুযোগ ও অন্যান্য বিষয় সম্পর্কে বিশদভাবে অবহিত করা হয়। সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, গনমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধিসহ নানা শ্রেনী পেশার মোট ৪০ জন নারী-পুরুষ কর্মশালাটিতে অংশগ্রহন করেন।