এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শ্লোগানকে ধারন করে দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ পালনের অংশ হিসেবে সোমবার সকালে বরিশালের গৌরনদীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা অনুর্ধ-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাসের সভাপতিত্বে সোমবার বেলা ১১টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুনার্মেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মোল্লা, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহউদ্দিন।
বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো, ফখরুল আবেদীন তানভীর, মো. আবু রায়হান, জাতীয়তাবাদী ছাত্রদল গৌরনদী উপজেলা শাখার আহবায়ক মো. রুবেল গোমস্তা প্রমুখ।
উল্লেখ্য, গৌরনদী উপজেলা প্রশাসন টুর্নামেন্টটির আয়োজন করেছে। উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি টীম ও পৌরসভার ১টি টীম মিলে মোট ৮টি টীম এ টুর্নামেন্টে প্রতিযোগীতায় অংশ নেবে।