গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:- গৌরনদীর বাটাজোর বন্দরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এ অভিযান হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু আবদুল্লাহ খান জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাটাজোর বন্দরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সহায়তা করেন।