এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শ্লোগানকে ধারন করে দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ পালনের লক্ষে মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদীতে ফ্রী চিকিৎসা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ র্শীর্ষক কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার জাতীয় মহিলা সংস্থার আয়োজনে সংস্থার দায়িত্বপ্রাপ্ত গৌরনদী উপজেলা কর্মকর্তা মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ ফ্রী চিকিৎসা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ র্শীর্ষক কর্মশালাটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি এ্যাডভোকেট ফাতিমা আক্তার, গৌরনদী সহকারী কমিশনার (ভূমি)’র সহধর্মীনি ইসাবেলা ইয়াসমিন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী, এবি সিদ্দিক নার্সিং ইনষ্টিটিউটের অধ্যক্ষ ডা. রামেন্দ্র মজুমদার, ডা. তারিকুল ইসলাম, আমেনা বেগম হোমিও প্যাথিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. এ এফ এম নুরুল আনোয়ার।
উল্লেখ্য, বরিশাল আধুনিক চক্ষু হাসপাতাল, স্পীকার আব্দুল জব্বার খান পরিষদ, এবি সিদ্দিক জেনারেল হাসপাতাল, আমেনা বেগম হোমিও প্যাথিক মেডিকেল কলেজের সহয়তায় এ ফ্রী চিকিৎসা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ র্শীর্ষক কর্মশালাটির আয়োজন করা হয়।