পরিবারের একের পর এক শোক সইতে না পেরে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে শনিবার বিকেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রফিকুল ইসলাম (৩২) নামের এক যুবক। এক সন্তানের জনক নিহত রফিকুল ইসলাম জেলার গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে।
তিনি পটুয়াখালী জেলা সদরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটিতে বাড়িতে আসেন রফিকুল ইসলাম। শনিবার বিকেল তিনটার দিকে বাড়ির পাশের বাঁশ বাগানে সবার অজান্তে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেন।
সূত্রমতে, সম্প্রতি তার ছোট ভাই সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। এরপূর্বে তার বোন মৃত্যুবরণ করেন। এরপর থেকেই রফিকুল ইসলাম অনেকটা মানসিকভাবে ভেঙ্গে পরেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়া আত্মহত্যার কারণ জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।