প্রতিবন্ধী ব্যাক্তিদের অধীকার ও জীবন মান উন্নয়ন বিষয়ক স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক সভা শনিবার বিকেল ৪টায় উপজেলার পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী বিআরডিবি’র চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুল। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান। মোঃ কাওছার পাইক ও আশোকাঠী এলাকাবাসীর আয়োজনে সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়।