বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামক এলাকায় শনিবার সকালে দুটি যাত্রীবাহী বাস ও একটি তেলবাহী লড়ির মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় যান তিনটির তিনজন চালকসহ অন্তত ২০জন যাত্রী আহত হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত ৮জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ৪ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজট লেগে যায়। দুরপাল্লার যাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানাগেছে, রাজধানী ঢাকার সায়দাবাদ টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের ঢাকা মেট্রো ব ১৪-৫৭৫৪ নম্বরের একটি যাত্রীবাহী বাস শনিবার বেলা ১১টার দিকে ওই মহাসড়কে গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকা অতিক্রম করছিল। এ সময় বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চট্র মেট্রো ঢ ৪১-০১৭৯ নম্বরের একটি তেলবাহী লড়ি ওই এলাকার মন্ডল বাড়ির সামনে পৌছলে চালকদের ভ‚লে দুটি যানের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুটি যানের সামনের অংশ দুমড়ে মুচরে যায়। একই সময় বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঝঊ পরিবহনের ঢাকা মেট্রো ব ১৫-৩৫৫৪ নম্বরের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে লড়িটির পেছনে ঢুকে যায়। এতে ঝঊ পরিবহনের যাত্রীবাহী বাসের সামনের অংশও দুমড়ে-মুচরে যায়। লড়িটির পেছন অংশও ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনাস্থলের আসপাশের লোকজন ও আহত যাত্রী ও তাদের স্বজনরা জানান, চালকদের ভুলে এ ত্রিমুখী দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরপরই দুর্ঘটনা স্থলের দুই পাশে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ওই মহাসড়কে প্রায় এক ঘন্টা যানজট লেগে থাকে। এতে দুরপাল্লার যাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান জানান, ভয়াবহ এ দুর্ঘটনার ফলে মহাসড়কে দীর্ঘ যান জটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে থানা ও গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের পৃথক দুটি টীম দ্রæত দুর্ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌছে দেয় এবং দুর্ঘটনাকবলিত যান ৩টিকে সড়িয়ে দিয়ে মহাসড়ককে যানজট মুক্ত করে দেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।