রোববার দিবাগত গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামে চোর সন্দেহে অজ্ঞাতনামা এক যুবক (২৫)কে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ওইদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া গ্রামের মোঃ মনির বেপারীর বাড়ীতে ইজিবাইক চুরি করতে ঢোকে একদল চোর। ঘটনা টের পেয়ে গৃহকর্তা ও তার পরিবারের সদস্যরা ডাক-চিৎকার দেয়। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে চোরের দলকে পিছু ধাওয়া করে। তখন জনতার হাতে একজন অজ্ঞাতনামা যুবক ধরা পড়ে। উত্তেজিত জনতা তখন তাকে চোর সন্দেহে আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। ভোর হলে তারা থানা পুলিশকে খবর দেয়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গনপিটুনির শিকার ও বেধে রাখা ওই অজ্ঞাতনামা যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগন তখন তাকে মৃত বলে ঘোষনা করে।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বরিশাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ গনপিটুনিতে নিহত ওই যুবকের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।