জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে চলা কিশোরীদের এইচপিভি টিকাদান কর্মসূচীর অগ্রগতি নিরুপনের জন্য সোমবার সকালে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। বিশ^ স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গেভি এর সহযোগীতায় সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় দেশব্যাপী ১০-থেকে ১৪ বছর বয়সের কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকাদান কর্মসূচীর ওই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পী, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের মাঠ সহকারী (এলডিডিপি) সুপর্না বসু ফাল্গুনী, গৌরনদী ইপিআই প্রকল্পের মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ ফিরোজ আলম প্রমুখ। সরকারি কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিকসহ নানা শ্রেনী-পেশার মোট ১০জন প্রতিনিধি পর্যালোচনা সভাটিতে অংশগ্রহন করেন।