লা লিগায় আবারও ছন্দ হারাল বার্সেলোনা। এবার পয়েন্ট টেবিলের নিচের দিকের দল গেতাফের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
নতুন বছরে নিজেদের প্রথম লিগ ম্যাচে জুল কুন্দে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন মাউরো আরামবারি। এর ফলে লিগে সবশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই পয়েন্ট হারাল বার্সা। যেখানে তাদের হার চারটি, ড্র তিনটি এবং জয় একটি।
এদিন ম্যাচের নবম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগে এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির পাসে বক্সে কুন্দের প্রথম প্রচেষ্টা গোলরক্ষক এগিয়ে এসে ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি, বল বের করে নিয়ে জালে পাঠান ফরাসি ডিফেন্ডার।
তবে খেলার ধারার বিপরীতে ৩৪তম মিনিটেই সমতায় ফেরে গেতাফে। বক্সের ভেতর থেকে কোবা দা কস্তার ভলি গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া এক হাতে ফেরালেও, কাছেই থাকা আরামবারির পায়ে লেগে জালে জড়ায় বল।
২০ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪৪। ২০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে গেতাফে।