বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন আয়োজিত, মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বুধবার ০২ আগস্ট কোম্পানি ডে ক্যাম্প ২০২২ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ১২৬ জন ছাত্রী এবং ৭ জন গাইডার উপস্থিত ছিল।গাইড ছাত্রীদের প্রবল আগ্রহ এবং গাইডার শিক্ষিকাগণের তীব্র কর্মতৎপরতার কারণে প্রচণ্ড গরম এবং শ্রাবণের মেঘবৃষ্টি উপেক্ষা করে ক্যাম্প করা সম্ভব হয়েছে।
গাইড মেয়েরা শাড়ী দিয়ে নান্দনিক তাঁবু তৈরি করেছে এবং তাঁবু জলসায় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেছে।বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সম্মানিত কমিশনারবৃন্দ, ট্রেনার, ওয়ারেন্ট গাইডার,রেডক্রিসেন্ট সোসাইটির যুবসদস্যবৃন্দ উপস্থিত ছিল।
সহযোগিতায় ছিলেন আয়োজক বেলা সরকার ।
প্রধান শিক্ষিকা
মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয়।