রবিবার, ১২:১৬ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গাজীপুর সিটি নির্বাচনঃ জাহাঙ্গীরের মনোনয়নপত্রের বৈধতা পেতে রিট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৫২ বার পঠিত

মনোনয়ন বাতিল হওয়া ২৬ প্রার্থীর মধ্যে ২০ প্রার্থী রীটের জন্য সার্টিফাইড কপি সংগ্রহ

স্টাফ রিপোর্টার, গাজীপুর \ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের মনোনয়নপত্রের বৈধতা পেতে রীট করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে রীট জমা দেন। গত ৩০ এপ্রিল যাচাই বাছাই শেষে মেয়র পদের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই পদে জাহাঙ্গীর ও তার মা সহ মোট ১২ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ ২০ জন প্রার্থী মঙ্গলবার বিকেল পর্যন্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সার্টিফাইড কপি সংগ্রহ করেছেন রীট করার জন্য। যাচাই বাছাইয়ে মেয়র পদ ছাড়াও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৮২ জনের মধ্যে ৬ জনের এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৮৯ জনের মধ্যে ১৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গাজীপুর সিটি নির্বাচনে আমার প্রতি অবিচার করা হয়েছে। সঠিক কারণ না দেখিয়ে অন্যায়ভাবে মেয়র পদে আমার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। আমি নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি চেয়ে এবং মেয়র পদের মনোনয়নপত্রের বৈধতা পাওয়ার দাবী জানিয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আমার রীটের কপি জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রীটের কপি জমা দেওয়া হয়। এসময় আমার পক্ষে আইনজীবী বেলায়েত হোসেন ও সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার সহায়ক (ফোকাল পয়েন্ট) কর্মকর্তা মঞ্জুর হোসেন খান জানান, গত ৩০ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে ঋণ খেলাপী, জামিনদার, স্বাক্ষর এবং জামানতের চালান না থাকা ইত্যাদির কারণে তিন মেয়র প্রার্থীসহ ২৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। পরে তিন কার্যবিসের মধ্যে তারা তাদের মনোনয়ন পত্রের বৈধতা প্রশ্নে বিভাগীয় কমিশনারের কাছে রীট করতে পারবেন। অর্থাৎ ২ মে থেকে ৪ মে পর্যন্ত তারা রীট করতে পারবেন। রীট করতে রিটানিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন বাতিল হওয়া সংক্রান্ত সার্টিফাইড কপির প্রয়োজন পড়ে। এ সময়ের মধ্যে তাদের সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে। মঙ্গলবার (০২ মে) বিকেল পর্যন্ত মেয়র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সার্টিফাইড কপি সংগ্রহ করলেও মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী অলিউর রহমান এবং আবুল হোসেন ওই কপি সংগ্রহ করেননি।

প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে রীট করার জন্য অন্য যারা সার্টিফাইড কপি সংগ্রহ করেছেন তারা হলেন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭নং ওয়ার্ডের প্রার্থী আয়েশা আক্তার, ১৫ নং ওয়ার্ডের পারুল বেগম, ১৭ নং ওয়ার্ডের মোসা. রোকসানা পারভীন, ১৮ নং ওয়ার্ডের ফেরদৌসী বেগম, সাধারণ কাউন্সিলর পদে ৬নং ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলম, ৭ নং ওয়ার্ডের মো. হামিদুর রহমান, ৯ নং ওয়ার্ডের আনিসুর রহমান, ১২ নং ওয়ার্ডের মো. সোলেমান, ১৯ নং ওয়ার্ডের মো. শাহিন আলম ও মোশারফ হোসেন, ২০ নং ওয়ার্ডের এসএম সরোয়ার জাহান, ২২ নং ওয়ার্ডের মো. মোশারফ হোসেন, ২৩ নং ওয়ার্ডের মো. খোরশেদ আলম রিপন, ২৭ নং ওয়ার্ডের মো. হানিফ উদ্দিন তালুকদার, ৩২ নং ওয়ার্ডের সালেহ আহমেদ শাহজাহান, ৩২ নং ওয়ার্ডের হাজী মোহাম্মদ আলী, ৩৩ নং ওয়ার্ডের জামাল খান ও মো. আমিন উদ্দিন সরকার, ৩৯ নং ওয়ার্ডের মো. আবুল কাসেম।

রীট করার জন্য এখনও (মঙ্গলবার বিকেল পর্যন্ত) যারা সার্টিফাইড কপি সংগ্রহ করেন নি তারা হলেন, মেয়র পদে মো. অলিউর রহমান ও আবুল হোসেন এবং কাউন্সিলর পদে ৩ নং ওয়ার্ডের সাহিদা আক্তার, ৫ নং ওয়ার্ডের শিরিন আক্তার, ৪৫ নং ওয়ার্ডের গাজী আল আমিন এবং ৫৩ নং ওয়ার্ডের মো. কামাল হোসেন।

সহকারি রিটানিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, ২ মে থেকে ৪ মে পর্যন্ত তারা বিভাগীয় কমিশনারের কাছে রীট করতে পারবেন। আর বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৫ মে থেকে ৭ মে’র মধ্যে আপীল শুনানী সম্পন্ন করা হবে।

জেলা নির্বাচন অফিসার ও গাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে মেয়র পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। গত ৩০ এপ্রিল যাচাই বাছাই শেষে এদের মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অবশিষ্ট ৯জনের মনোনয়ন পত্র বৈধ হিসেবে ঘোষণা দেওয়া হয়। এছাড়াও মনোনয়নপত্র জমাদানকারী সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৮২ জনের মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল ও ৭৬ জনের মনোনয়ন বৈধ হয় এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৮৯ জনের মধ্যে ১৭ জনের মনোনয়ন বাতিল ও ২৭২ জনের প্রার্থীতা বৈধ করা হয়েছে।

তিনি জানান, আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মোট ৪৮০ টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ভোট কক্ষ ৩ হাজার ৪৯৭ টি, এরমধ্যে ৪৯১ টি অস্থায়ী ভোটকক্ষ থাকবে। নির্বাচনে সর্বশেষ হালনাগাদকৃত ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন, মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ১৮ জন।

###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
০২/০৪/২০২৩ ইং।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com