শনিবার, ১২:২৬ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গাজীপুরে আওয়ামী লীগকে খালি মাঠে ছেড়ে দেয়া হবে না…… হাসান সরকার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৭৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার,  গাজীপুরঃ
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, দল সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগকে মোকাবেলা করবো। দল সিদ্ধান্ত না নিলে আমরা কৌশল গ্রহন করবো।গাজীপুরে আওয়ামী লীগকে খালি মাঠে ছেড়ে দেয়া হবে না।
তিনি বলেন, ৯৩ ভাগ মুসলমানের এদেশে ইসলামী চেতনা ছাড়া অন্য কোনো চেতনা চলতে পারে না। ইসলামী চেতনা ধারণ ছাড়া সফলকাম হওয়া যায় না।
তিনি রোববার বিকেলে গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মরহুম সোহরাব উদ্দিনের রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সোহরাব উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে অনুষ্ঠানের সব বক্তা তাঁর মৃত্যু রহস্য উদঘাটনে মামলা দায়েরের দাবি জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হাসান উদ্দিন সরকার আরো বলেন, রাজনীতির নামে যারা প্রতারণা করছে তারাই সোহরাবের মৃত্যুর জন্য দায়ী। অচিরেই সোহরাবের মৃত্যু রহস্য উদঘাটনের জন্য মামলা দায়ের করা হবে।
৯০ এর ছাত্রনেতাদের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তবে শ্রমিক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহ উদ্দিন সরকার বলেন, সোহরাব উদ্দিন বিএনপির একজন ত্যাগী নেতা ছিলেন। তিনি সৎ জীবন যাপন করতেন। রাজনৈতিক পদই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করি। তার বড় ভাই শিল্পপতি বাবুল সাব জীবিত থাকলে অবশ্যই তাঁর মৃত্যু রহস্য উদঘাটন হতো। অনুষ্ঠানে পরিবারের পক্ষে বক্তব্য দেন, মরহুম সোহরাব উদ্দিনের ছেলে রায়হান আহমেদ হৃদয়। এ এম আশরাফ হোসেন টুলুর সভাপতিত্বে ও ভিপি জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, বাসন থানা বিএনপির সাবেক সভাপতি বসির আহমেদ বাচ্চু, মহানগর জাসাস সভাপতি সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল। উপস্থিত ছিলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি, মহানগর বিএনপি নেতা হুমায়ুন কবীর রাজু, মো. সরাফত হোসেন, জসিম উদ্দিন ভাট, অ্যাডভোকেট জিএস মিজানুর রহমান, কাউন্সিলর তানভীর আহমেদ, সাজ্জাদুর রহমান মামুন, আব্দুল আওয়াল, ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী, নূরুল ইসলাম দীপু-সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
১৭/০৪/২০২৩ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com