ইসরায়েল বলেছে, গাজা সিটি চারপাশ থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। চারপাশ ঘিরে অগ্রসর হচ্ছে স্থলবাহিনী। এখন সেখানে চূড়ান্ত অভিযান সময়ের ব্যাপার মাত্র। অনবরত বোমা হামলাও চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান। খবর বিবিসি ও আল জাজিরার।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, স্থল সেনারা গাজা সিটি বলে পরিচিতি উত্তরাঞ্চল চারপাশ থেকে ঘিরে ফেলেছে। সম্মুখে অগ্রসর হচ্ছে সেনা ট্যাংক।
আইডিএফ মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, গাজা সিটি পুরোপুরিই ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা আপাতত আলোচনার টেবিলে নেই।
গাজা সিটিকে হামাসের রাজধানী বিবেচনা করা হয়। ইসরায়েল বলছে, হামাসকে নির্মূল করেই থামবে ইসরায়েলি বাহিনী।
গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলার পর থেকেই গাজাকে অবরোধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরইমধ্যে গত এক সপ্তাহ ধরে শুরু করেছে স্থল হামলা।
ইসরায়েলি বিমান ও স্থল হামলায় গাজায় গত এক মাসে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩২ হাজার।
এমন পরিস্থিতিতে গাজায় আগ্রাসন বন্ধ ও যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছে বিশ্ব নেতারা। তবে তাতে কর্ণপাত করছে না নেতানিয়াহু সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার ভোরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়ল। রাতভর গাজার জাবালিয়া, বুরেইজ, বেইত লাহিয়া, আল জয়তুন ও তাল আল হাওয়াসহ গাজার উত্তরের বিভিন্ন টার্গেটে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বিমান।
পশ্চিম তীরের জেনিনেও বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, গত ২৮ দিনে অন্তত ১১ হাজার টার্গেটে বোমা বর্ষণ করা হয়েছে।