গাজায় ইসরাইলি সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। শনিবার (১১ নভেম্বর) আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
সম্মেলনে মোহাম্মাদ বিন সালমান বলেন, আজ গাজা মানবিক বিপর্যয়ের শিকার। ইসরাইল সেখানে মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন করেছে। তদুপরি আন্তর্জাতিক সম্প্রদায় সেখানে দ্বিচারিতা অবলম্বন করেছে। এটি জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদেরই ব্যর্থতার প্রমাণ।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। পুনরুদ্ধার করতে হবে ফিলিস্তিনি জনগণের প্রতিষ্ঠিত অধিকার। ১৯৬৭ সালের আগের মতো জেরুজালেমকে রাজধানী করে প্রতিষ্ঠা করতে হবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র।
এ সময় তিনি আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নেতাদেরকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। গাজায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ ও সকল বন্দীদের মুক্তির ব্যাপারে জোর দেয়ার জন্যও বলেন।
এদিকে ব্রাজিলের পার্লামেন্টে গাজা যুদ্ধ সংক্রান্ত একটি অধিবেশন শুরু হয়। এ সময় সংসদ সদস্যরা ইসরাইলের নানা অপরাধ সম্পর্কে আলোচনা করেন। তারা ব্রাজিলকে ফিলিস্তিনের সমর্থন করার আহ্বান জানায়। এ সময় ইসরাইলপন্থী সংসদ সদস্য অ্যাবিলিও ব্রুনিনি বলেন, আমরা ব্রাজিলের সংসদকে ইহুদিবিরোধী প্রচারের স্থান বানাতে পারি না। ইহুদিবিরোধী প্রচারণা ইহুদিদের ধ্বংস করার শামিল। আর ব্রাজিলে ইহুদিদের ধ্বংস করা অপরাধের শামিল। তার এ বক্তব্য অন্য সংসদ সদস্যরা প্রতিবাদ জানায়। তারা তাকে অধিবেশন ছেড়ে চলে যেতে বলেন। পরে পুলিশ তাকে বের করে দেয়।
সূত্র : আলজাজিরা