গাজায় যুদ্ধে ইসরাইল পরাজয়ের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের নিউ হোপ পার্টির নেতা এমপি গিডিয়ন সা’র।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গিডিয়ন সা’র বলেছেন, গাজা যুদ্ধে ইসরাইল সরকারের দৃষ্টিভঙ্গি পরাজয়ের দিকে নিয়ে যাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গিডিয়ন সা’র বলেছেন, ‘বন্দীদের মুক্তির পরিকল্পনার বিষয়টি ঠিক একই কারণে আটকে আছে যে কারণে সবকিছু আটকে আছে। এই দীর্ঘ মাসগুলোতে হামাসের উপর সামরিক চাপ হ্রাস পেয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, একটি দীর্ঘ, পুনরাবৃত্তিমূলক ও মন্থর যুদ্ধের ফলে যুগান্তকারী ফলাফল হবে না…। গাজা যুদ্ধের বাস্তবতা হলো- ইসরাইল পরাজয়ের দিকে অগ্রসর হচ্ছে।
সূত্র : আল-জাজিরা