গাজার হাসপাতালে বোমা হামলায় ৫০০ জন নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, হাসপাতালের মতো জায়গায় বোমা হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা করায় তিনি হতভম্ব। এ নিয়ে মঙ্গলবার রাতেই এক্সে (সাবেক টুইটার) বার্তা দিয়েছেন গুতেরেস। হাসপাতালে ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে তুরস্ক, ইরান, ইরাক, লেবানন, তিউনিসিয়া ও জর্ডানসহ বেশকিছু দেশে বিক্ষোভ করেছেন যুদ্ধবিরোধী মানুষ। খবর বিবিসি ও আলজাজিরার।
গাজার আল আহলি আল আরাবি হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় বোমা হামলা হয়। এতে ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসা এবং আশ্রয় নেওয়া ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠেছে।
হাসপাতালে হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেন, আন্তর্জাতিক আইনেই যে কোনো হাসপাতাল ও চিকিৎসায় নিয়োজিত কর্মীদের সুরক্ষা নিশ্চিতের কথা রয়েছে। তার সত্ত্বেও গাজায় হাসপাতালে বোমা হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে গুতেরেস বলেন, হাসপাতালে বোমা হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যার ঘটনায় আমি সত্যিই হতভম্ব। এ হামলার কঠোর নিন্দা জানাই। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।
এক্সে আরেক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেদ্রোস আদহানম গেব্রেয়াসুস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও হাসপাতালে বোমা হামলার কঠোর নিন্দা জানায়। অবিলম্বে গাজার বেসামরিক লোকজন ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানাই আমরা।
জাতিসংঘের মানবাধিকারপ্রধান ভল্কার তুর্ক বলেছেন, এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
এদিকে হাসপাতালে হামলায় এত সংখ্যক মানুষের প্রাণহানির প্রতিবাদে জর্ডান, তিউনিসিয়া, তুরস্ক, লেবানন, ইরান ও ইরাকে বিক্ষোভ হয়েছে।
ইরানে কয়েকশত মানুষ রাজধানী তেহরানে বিক্ষোভ করে। তারা শহরের ফিলিস্তিন স্কয়ার থেকে ফ্রান্স দূতাবাস পর্যন্ত মিছিল করে। এ সময় গাজায় হত্যাকাণ্ড বন্ধের দাবি জানায় বিক্ষোভকারীরা।
তুরস্কে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ইসরায়েলি কনস্যুলেট ভবনে প্রবেশের চেষ্টা চালালে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ইস্তাম্বুলে বিক্ষোভ করেছে তুরস্কের কমিউনিস্ট পার্টির সদস্যরা।