বিশ্ব যখন গাজার যুদ্ধের উপর মনোযোগ দিচ্ছে তখন পশ্চিম তীরেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সেখানে গত সপ্তাহ ধরে ইসরাইলি বাহিনীর সাথে সংঘাত, গ্রেফতারি অভিযান এবং ইহুদি বসতিকারীদের আক্রমণে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
জাতিসঙ্ঘের নজরদারি দল বলছে, গত অন্তত ২০০৫ সালের পর থেকে ওই অঞ্চলে ফিলিস্তিনিদের জন্য এটি ছিল সব চেয়ে প্রাণনাশী সপ্তাহ।
ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাসের প্রাণনাশী প্রবেশ যেখানে ১ হাজার তিন শ’রও বেশি মানুষকে হত্যা এবং প্রায় ১৫০ জনকে আটক করেছে, তার পর থেকে ইসরাইলি সৈন্যরা পশ্চিম তীরকে অবরুদ্ধ করে ফেলেছে। সেই অঞ্চলে প্রবেশের পথ, শহরগুলোর মধ্যে তল্লাশি চৌকিগুলোও বন্ধ করে দিয়েছে। তারা বলছে, আক্রমণ প্রতিরোধ করার জন্য এই ব্যবস্থাগুলো নেয়া হয়েছে।
শুক্রবার ছিল সব চেয়ে মারাত্মক দিন। ওই দিন পশ্চিম তীরে ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়।
সামরিক বাহিনী বলছে গত সপ্তাহান্তের হামলার পর তারা পশ্চিম তীর জুড়ে অভিযানে ২২০ জনকে আটক করেছে, যাদের মধ্যে ১৩০ জন হামাস সক্রিয়বাদীরাও ছিল। হামাস পশ্চিম তীরে রয়েছে তবে তারা ইসরাইলের কঠোর নিয়ন্ত্রণের কারণে প্রধানত লুকিয়ে তাদের কাজ করে যাচ্ছে।
ইসরাইল নতুন করে এই অভিযান শুরু করেছে কারণ তারা এ বিষয়ে উদ্বিগ্ন যে এই সংঘাত একাধিক দিকে যুদ্ধের সূত্রপাত ঘটাবে, বিশেষত লেবাননের হেজবুল্লাহ মিলিশিয়াদেরও এই লড়াইয়ে যুক্ত হবার সম্ভাবনা রয়েছে।
শনিবার ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বসতি স্থাপনকারীদের নিজেদের সংযত থাকার কথা বলেছেন, ‘বসতিতে এবং রাস্তাঘাটে নিরাপত্তা রক্ষার দায়িত্ব হচ্ছে কেবল সেনাবাহিনীর।’