গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘর্ষে ২০০ ইসরাইলি সেনা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। একইসাথে প্রাণ হারিয়েছে ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক।
মঙ্গলবার ফ্রান্সভিত্তিক পৃথিবীর প্রাচীনতম বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী সোমবার বলেছে যে- অক্টোবরের শেষের দিকে হামাস-শাসিত অঞ্চল গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে ২০০ সেনা নিহত হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, সেনাবাহিনীর একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘২৭ অক্টোবর থেকে গাজায় নিহত সেনা সদস্যের সংখ্যা ২০০।’
এদিকে গত ৭ অক্টোবর থেকে চালানো বিরামহীন হামলায় এখন পর্যন্ত ২৫ হাজারেরও বেশি বেসামরিক ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
একইসাথে প্রায় ১৯ লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে এবং নাগরিক অবকাঠামোর একটি গুরুতপূর্ণ অংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
সূত্র : এএফপি