অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানে সাংবাদিকদের নিহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গতকাল সোমবার এক বিবৃতিতে এই উদ্বেগ জানায় সংস্থাটি।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি।
বেসামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। এই হামলায় প্রাণ হারিয়েছে শতাধিক সাংবাদিকও। অর্ধশতাধিক মিডিয়া কার্যালয় আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
সোমবার এক্স-এ একটি বিবৃতি প্রকাশ করেছে ইউএনএইচসিআর বা জাতিসংঘের মানবাধিকার সংগঠন। তাদের বক্তব্য, গাজায় ইসরায়েল অভিযান শুরু করার পর এখনো পর্যন্ত বহু সাংবাদিকের মৃত্যু হয়েছে। এই প্রতিটি মৃত্যুর স্বাধীন তদন্ত হওয়া উচিত।
শুধু তদন্তই নয়, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়়েছে জাতিসংঘ।