গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নিজের অবস্থানকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ইসরাইল-হামাস যুদ্ধের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য যুবরাজ সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসের সাথে একটি ফোন কলের সময় এ আবেদন জানান।
প্রিন্স ফয়সাল বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করেন। একইসাথে উভয় পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানান।
তিনি আরো বলেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব রয়েছে। এ সময় গাজায় সামরিক অভিযান বন্ধ করা ও বেসামরিক নাগরিকদের ওপর অবরোধ তুলে নেয়ার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন।
ফোন কলের সময় যুবরাজ পরিস্থিতির এমন ন্যায্য ও ব্যাপক সমাধানের আহ্বান জানান, যা ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা অর্জন করবে।
সূত্র : আরব নিউজ