মানবিক সহায়তা প্রদানের জন্য গাজা উপত্যকার উপকূলে যুক্তরাষ্ট্র যে জেটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, সেটিকে রাশিয়া ‘নির্মম কৌতুক’ হিসেবে অভিহিত করেছে।
বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে আনাদুলু অ্যাজেন্সির করা এক প্রশ্নের জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাব যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে অবকাঠামো নির্মাণের উদ্যোগ কতটুকু আন্তরিকতাপূর্ণ হতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, ‘এগুলো হলো নির্মম কৌতুক, লোকজনকে বিদ্রূপ করার মতো বিষয়। কারণ যখন প্রতিদিন বেসামরিক লোকজন না খেয়ে মরছে, যখন আমাদের তাদের গন্তব্য নিয়ে কথা বলা দরকার, যখন শান্তি কিভাবে বাস্তবায়িত করা যায়, তা নিয়ে আলোচনা করা দরকার, তখন এ জাতীয় কিছুর কথা বলা হয়, তখন সত্যিই বোঝা যায়, এর পরিণতি শেষ পর্যন্ত কী হবে।’
তিনি প্রশ্ন করেন, ‘যখন কোনো দেশ (আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি) যুদ্ধবিরতির পরিকল্পনার কথা পর্যন্ত শুনতে চায় না, যুদ্ধবিরতি চায় না, তখন আমরা কিভাবে বেসামরিক অবকাঠামো নির্মাণের উদ্যোগের বিষয়টিকে বিবেচনা করতে পারি?’
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ফিলিস্তিনিদের মধ্যে মানবিক সহায়তা প্রদানের জন্য গাজার উপকূলে সাময়িকভাবে একটি জেটি নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
গাজায় ৭ অক্টোবর থেকে ইসরাইল হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই প্রায় ৩২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিভাগই নারী ও শিশু। এছাড়া অন্তত ৭৩ হাজার লোক আহত হয়েছে।
ইসরাইল গাজায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। ফলে গাজায়, বিশেষ করে উত্তর গাজায় লোকজন দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে রয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলি অবরোধের জের ধরে অপুষ্টি ও ডায়রিয়ায় গাজায় অন্তত ২৭ জন মারা গেছে।
ইসরাইল গাজার ৮৫ ভাগ লোককে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করেছে। তাদেরকে খাদ্য, পরিষ্কার পানি ও ওষুধ থেকে বঞ্চিত করছে। আর ইসরাইলি হামলায় গাজার ৬০ ভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে ভেটো দিয়ে যাচ্ছে। আর ইসরাইলকে বিধ্বংসী অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করে যাচ্ছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর