সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০১৯ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে সঙ্ঘাতে মোট যত শিশু নিহত হয়েছে, গত তিন সপ্তাহে গাজায় তার চেয়ে বেশি শিশু নিহত হয়েছে।
রোববার এনজিও সংস্থাটির প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ৭ অক্টোবর থেকে গাজায় কমপক্ষে তিন হাজার ৩২৪ শিশু নিহত হয়েছে। আর অধিকৃত পশ্চিম তীরে নিহত হয়েছে ৩৬ জন।
সেভ দ্য চিলড্রেন আরো জানিয়েছে, শিশু ও সশস্ত্র সঙ্ঘাতবিষয়ক জাতিসঙ্ঘ মহাসচিবের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ২৪টি দেশে মোট দুই হাজার ৯৮৫ শিশু, ২০২১ সালে দুই হাজার ৫১৫ এবং ২০২০ সালে ২২টি দেশে দুই হাজার ৬৭৪ শিশু নিহত হয়েছে।
এদিকে গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরাইলের হামলায় আট হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের প্রায় অর্ধেক শিশু।
সেখানে ইসরাইলি বাহিনীর হামলায় হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।
অপরদিকে গাজায় থাকা ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, ইসরাইল তাদেরকে গাজার গুরুত্বপূর্ণ আল কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে।
সংস্থাটি বলছে, এই হাসপাতালটির নিবিড় পরিচর্যা ইউনিট আইসিইউতে রোগী রয়েছে। সেই সাথে ইনিকউবেটরে নবজাতক শিশু রয়েছে। তাদেরকে সরিয়ে নেয়া অসম্ভব বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।
এছাড়া হাসপাতালটিতে প্রায় ১৪ হাজার বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
সূত্র : আলজাজিরা