গাজা উপত্যকার সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইসরায়েল। তারা জানিয়েছে, ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
শনিবার সকালে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে সহস্রাধিক মানুষ।
আজ মঙ্গলবার সকালে ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, গত রাতে তারা গাজার ২০০ স্থানে হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র হাগারি বলেছেন, মঙ্গলবার পর্যন্ত গাজা থেকে কেউ ইসরায়েলে প্রবেশ করতে পারেনি।
রয়টার্স বলছে, গাজায় অভিযান অব্যহত রাখার ব্যাপারে এখন সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলি নেতাদের। হামাসের মুখপাত্র আবু উবাইদা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেসামরিক স্থাপনায় ইসরায়েলের প্রতি বোমা হামলায় একজন করে জিম্মি হত্যা করবে তারা।
এর আগে গতকাল সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হামলা চালায় লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে বেশিক্ষণ তা স্থায়ী হয়নি।