ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার জানিয়েছে, দক্ষিণ গাজা শহরের ইসা জেলায় হামাসের একটি টানেল নেটওয়ার্ক ধ্বংস করেছে তারা।
শনিবার দ্যা জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইডিএফ জানিয়েছে, ধ্বংস করা টানেল নেটওয়ার্কটি গাজা-ভিত্তিক ইসলামি সংগঠন হামাস একটি ভূগর্ভস্থ পোস্ট হিসাবে ব্যাবহার করে আসছিল। হামাসের সদর দফতর হিসেবে ব্যবহৃত অন্যান্য ভবনগুলোও ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, গাজা শহরের দক্ষিণে হামাসকে নিমূল করার উদ্দেশে ইসরাইলি বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। এর অংশ হিসাবে ইসরাইলি ইফতাহ ব্যাটালিয়ন ও যুদ্ধ প্রকৌশল বাহিনী এই অঞ্চলে হামাসের সদর দপ্তর লক্ষ্য করে অভিযান পরিচালনা করে।
আইডিএফ জানিয়েছে, অবকাঠামোতে অভিযানের সময় একটি ‘সন্ত্রাসী’ দল ইসরাইলি সৈন্যদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করেছিল।
আইডিএফ আরো জানিয়েছে, অপারেশনাল কার্যকলাপের সময় আরো অনেক ‘সন্ত্রাসী’, ‘সন্ত্রাসী’ কার্যকলাপের জন্য ব্যবহৃত ভবন এবং অস্ত্র ধ্বংস করা হয়েছে।
এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ১১ হাজারেরও বেশি শিশু এবং নারী। আহত হয়েছে ৪০ হাজারেরও বেশি।
গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ইতোমধ্যে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
সূত্র : আল-জাজিরা