ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের নিষেধাজ্ঞাকে যুদ্ধাপরাধের শামিল হিসেবে অভিহিত করেছে জাতিসঙ্ঘের মানবাধিকার কার্যালয়।
মঙ্গলবার সংস্থাটি এ কথা বলেছে।
জাতিসঙ্ঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, ‘গাজায় সাহায্য প্রবেশে ইসরাইলের ক্রমাগত নিষেধাজ্ঞা বৃদ্ধি, যেভাবে তারা যুদ্ধবিগ্রহ চালিয়ে যাচ্ছে, তা যুদ্ধের পদ্ধতি হিসেবে অনাহারকে ব্যবহারের শামিল, যা একটি যুদ্ধাপরাধ।’
দুষ্প্রাপ্য ত্রাণের জন্য ফিলিস্তিনিদের অপেক্ষা
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার এক ফুটেজে দেখা গেছে, গাজা সিটির জাতিসঙ্ঘের একটি কেন্দ্রে বিপুল সংখ্যক ফিলিস্তিনি অপেক্ষা করছেন দুষ্প্রাপ্য ত্রাণের ময়দার জন্য।
জাতিসঙ্ঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গাজার ৭০ শতাংশেরও বেশি মানুষ ‘মারাত্মক পর্যায়ের’ ক্ষুধার্ত। জীবন বাঁচাতে কিছু মানুষ পশুদের খাবার বা গাছপালা খাচ্ছে।
গাজায় ইসরাইলের নতুন করে আক্রমণ
গাজা সিটির ইয়ামুকে নতুন করে আক্রমণ চালিয়েছে ইসরাইল। এ এলাকাটি একটি জনবহুল এলাকা। রয়েছে অনেক আবাসিক স্থাপনা।
ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরাইলি আক্রমণের পর ধুয়ার কুণ্ডলি উড়ছে।
গাজায় নিহতের সংখ্যা বেড়েছে
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা নতুন করে বেড়েছে। গত ৭ অক্টোবর থেকে অব্যাহত এ হামলায় মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৮১৯ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়টি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৯৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরো ১৪২ জন।
সূত্র : জেরুসালেম পোস্ট, আলজাজিরা