গাজায় আগ্রাসনের জেরে বন্দরগুলোতে ইসরাইলি মালিকানাধীন জিআইএম শিপিং কোম্পানির জাহাজের প্রবেশে অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মালয়েশিয়া।
একটি আনুষ্ঠানিক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় থেকে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যা ও বর্বরতা’ চালাচ্ছে।
মালয়েশিয়া বলেছে, তারা দেশে ডক করার জন্য ইসরাইলি পতাকাবাহী জাহাজকে আর গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও, মালয়েশিয়ার বন্দরগুলোতে মালামাল লোড করার জন্য ইসরাইলের পথে যেকোনো জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই উভয় নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।
সূত্র : আল জাজিরা