মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় মানবিক সাহায্য আনার প্রয়োজনীয়তার কথা বলছেন। কিন্তু তিনি বলছেন না যে- ইসরাইলকে গাজার সম্পূর্ণ অবরোধ বন্ধ করতে হবে বলে উল্লেখ করেছেন আল জাজিরার সাংবাদিক প্যাটি কুলহান।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।
প্যাটি কুলহান বলেন, এর আগে এক সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেছিলেন, গাজা উপত্যকায় উদ্ভূত মানবিক সঙ্কট মোকাবেলা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরও আগে ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এই সত্যটি অস্বীকার করতে পারি না যে- সিংহভাগ ফিলিস্তিনিদের হামাসের সাথে কোনো সম্পর্ক ছিল না।’
গত সপ্তাহে ইসরাইলের অভ্যন্তরে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনিদের সম্পর্কে বাইডেন প্রথম এই মন্তব্যটি করেন বলে প্যাটি কুলহান উল্লেখ করেছেন।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
সূত্র : আল-জাজিরা