বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে তার কার্যালয়ে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (৩০ জুলাই) দুপুর ১২টায় নয়াপল্টনে গয়েশ্বরের নিজ কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এর আগে শনিবার (২৯ জুলাই) যুগপৎ আন্দোলনের অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে বিএনপি অবস্থান নেওয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটি। এই মোড়ে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।
বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা। সেখান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। পরে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়।