গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান’ বিষয়ক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে সংস্কারের নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের ক্রান্তিকালে জাতীয়তাবাদের সত্তা দিয়েছেন তিনি। জর্জ ওয়াশিংটনের সঙ্গে তার তুলনা হয়।’
বিএনপি বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার ৯০ শতাংশ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ছয় বছর আগে খালেদা জিয়া ভিশন-২০৩০ এ সংস্কারের কথা বলেছেন। দুবারের বেশি প্রধানমন্ত্রী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথাও উল্লেখ ছিল। এখন বিএনপিকেই সংস্কারের সবক দেয়া হচ্ছে।’
আমীর খসরু বলেন, ‘সব দলের সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা উচিত। গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটা ভালো হবে না। সরকারের কথাবার্তা আচার-আচরণে এর বাইরে কিছু চিন্তা করা সমুচিত নয়।’
গণতন্ত্র নির্বাচন নিয়ে জাতীয় ঐক্য হতে পারে বলে উল্লেখ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘সব বিষয়ে ঐক্য না-ও থাকতে পারে। তবে নির্বাচিত সরকার যত দ্রুত হবে তত ভালো।’