ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বুধবার ইউক্রেনের দক্ষিণ খেরসনে রাশিয়ার হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। পরে স্থানীয় কর্তৃপক্ষ ওই শহরটিতে কারফিউ ঘোষণা করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রেলিগ্রামে তিনি বলেন, এখন পর্যন্ত ২১ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। একটি রেলওয়ে স্টেশন, একটি ক্রসিং, একটি বাড়ি, একটি হার্ডওয়্যারের দোকান, একটি মুদি সুপারমার্কেট এবং একটি গ্যাস স্টেশনে এ হামলা করা হয়েছিল।
খেরসন থেকে আল জাজিরার সাংবাদিক তামের আল সামাদি বলেছেন, শহরের একটি সুপারস্টোরে আর্টিলারি হামলা করা হয়েছে। এর ফলে সুপারস্টোরের কর্মচারী ও ক্রেতারা হতাহত হয়েছে।
আল-সামাদি ঘটনাস্থল থেকে জানান, ‘এখানে গোলাবর্ষণ করা হয়েছিল এবং এর ফলে পুরো ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তবে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
সূত্র : আল জাজিরা