খুলনার রূপসা শ্রীফলতলায় জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের বাড়ির সামনে থেকে সোমবার সন্ধ্যায় লাল কস্টেপে মোড়ানো ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা আতঙ্ক সৃষ্টির উদ্দেশে এগুলো রেখে যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ছাত্রলীগ নেতা পারভেজ হাওলাদার জানান, সন্ধ্যা ৭টার পর তার বাড়ির সামনে একটি ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর ব্যাগটি থেকে ৬টি লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তু উদ্ধার হয়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
তিনি দাবি করেন, নাশকতার উদ্দেশে বা তাকে হুমকি দেওয়ার জন্য এমন ঘটনা ঘটতে পারে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, উদ্ধারকৃত বস্তুগুলো ককটেল নয়। এটা এক প্রকার ডেমী। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।