বৃহস্পতিবার, ০৩:৫২ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

খালেদা জিয়া এদেশের অবিসংবাদিত নেতা : ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১১৬ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতির একজন অবিসংবাদিত নেতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ১৯৭১ সাল থেকেই বেগম খালেদা জিয়া এদেশের মানুষের প্রতি দায়িত্ব পালন করে আসছেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত সম্মিলিত পেশাজীবি পরিষদ এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে আটক করে রাখার বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সামগ্রিক চক্রান্তের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ‘এই নেত্রীকে সম্পূর্ণ বেআইনিভাবে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলা সাজিয়ে আটক করে রাখা হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, দেশের শত্রুরা যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিল তখন আওয়ামী লীগসহ বিএনপির শত্রুরা মনে করেছিল বোধহয় বিএনপি শেষ হয়ে গেল। বোধহয় এদেশের স্বাধীনতাকামী মানুষেরা শেষ হয়ে গেল। বোধহয় যারা সত্যিকার অর্থে একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ দেখতে চায় তাদের সেই স্বপ্ন ধ্বংস হয়ে গেল। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন জিয়াউর রহমানের হাত থেকে এই পতাকা তুলে নিয়েছিলেন। সেই পতাকা হাতে নিয়ে বাংলাদেশের পথে-প্রান্তরে, গ্রামগঞ্জে গণতন্ত্রের গান গেয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তিনি তখন মানুষকে জাগিয়ে তুলে দীর্ঘ নয় বছর সংগ্রাম করে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। তারও পরে এদেশের শত্রুরা বাংলাদেশকে আবারো অস্থিতিশীল করার চেষ্টা করেছে এবং ১৭৩ দিন হরতাল করেছে। তখন জনগণের মনের ভাষা ও বাস্তবতাকে বুঝতে পেরে তাদের সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়েছিলেন।

তিনি বলেন, ‘আজ সেই দেশনেত্রী, আমাদের আশা ভরসার স্থল, তিনি অত্যন্ত অসুস্থ। এত অসুস্থ যে, এখন ডাক্তাররা নিজেরাই বলছেন, তিনি জীবন-মরণের সন্ধিক্ষণে। তারা সব পরীক্ষা-নিরীক্ষা করে আরও বলেছেন, এখন যে চিকিৎসা করলে আল্লাহ তায়ালা তাকে আবার ফিরিয়ে দিতে পারেন, সেই চিকিৎসা এই দেশে নেই, তাকে বিদেশে পাঠানো দরকার।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘শর্তসাপেক্ষে একটা আদেশ দিয়েছে যে, বাড়িতে থেকে খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হবে। এটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক প্রতিহিংসা। ‘খালেদা জিয়ার প্রতি তাদের যে ভয়, এই নারী যদি সুস্থ হয়ে বেরিয়ে আসেন, তাহলে তাদের সবকিছু ভেঙে খান খান হয়ে যাবে। সেই কারণেই তারা তাকে বাইরে চিকিৎসার জন্য যেতে দিতে চায় না’, বলেন তিনি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com