ঢাকা প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনারা বেগম খালেদা জিয়াকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে আয়নায় মুখ দেখেন।
শনিবার (৮ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রনি মিলনায়তনে বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের আয়োজিত স্মরণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
দুদু বলেন, ‘খেতে পারবেন না, করতে পারবেন না, আর এগুলো লেখলে নাকি দেশের মান সম্মান যাবে। তাহলে মুক্তি যুদ্ধ করলাম কিসের জন্য? বেগম খালেদা জিয়া ৯ মাস জেল খাটলেন কিসের জন্য? বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেল খাটলেন কিসের জন্য? এই অধিকারের জন্য। পাপ করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। আর সরকার যত পাপ করেছে সেগুলো যদি কেউ বলে তাহলে তার খবর আছে। এ সরকার বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম ও খুন করেছে।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার আমলে চাউলের দাম ছিল ১৪ থেকে ১৬ টাকা কেজি। আর এখন সেই চাউলের দাম ৬০ থেকে ৮০ টাকা কেজি। ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ ওয়াদা করেছিল ১০ টাকা কেজি চাউল খাওয়াবে। কিন্তু ক্ষমতায় আসার পরে সেই চাউলের দাম চার থেকে পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছে। তাহলে কোন মুখে বেগম খালেদা জিয়ার সমালোচনা করে তারা।’
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতার আসার আগে ওয়াদা করেছিল ফ্রি সার দিবে। ঘরে ঘরে চাকরি দিবে। সারের দাম ৩০০ থেকে ৪০০ গুন বেড়েছে। চাকরি দেওয়া তো দূরের কথা আরো চাকরি চলে গেছে। তাই বেগম খালেদা জিয়াকে নিয়ে সমালোচনা করার আগে তাদের নিজেকে আয়নায় মুখ দেখা উচিত।’
তিনি বলেন, ‘আমাদেরকে শৃংখল ভাঙতে হবে। শৃঙ্খল ভাঙ্গা ছাড়া দেন দরবার করে আমার মনে হয় না এ সরকারের পতন হবে। যেহেতু এটা কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী সরকার সেহেতু ভোটের মাধ্যমে পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই। কেউ যদি বলে বা আমেরিকা ও যদি বলে এ সরকার ভালো হয়ে গেছে। এ ভালো হওয়ার কোন সম্ভাবনা নেই। এ সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ ভাঙতে হবে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। বিএনপি যে ১০ দফা দিয়েছে তার মধ্যে এক দফা হচ্ছে শেখ হাসিনাকে সরতে হবে। এর কোনো বিকল্প নাই।’
কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বের করতে হবে জীবিত অবস্থায়। এবং তার জন্য দেশের মানুষের জন্য চূড়ান্ত আন্দোলন করতে হবে এ সরকারের পতন ঘটাতে হবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি নিয়াজ আহমেদ এর সভাপতিত্বে স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, বিআইডব্লিউটিসির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।